হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোট কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ-৩ আসনের ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে আগামীকাল শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কেন্দ্রে ভোট হবে।

গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান।
 
স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এই আসনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। 

ভোট পুনর্গণনা, অবৈধ ফলাফল বাতিল ও ভোট পুনঃ গ্রহণের দাবিতে ৮ জানুয়ারি সিইসিকে চিঠি দেন স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। তাঁর অভিযোগ—১৭, ২১, ২৩, ৩২, ৩৬, ৩৯ ও ৪০ নম্বর কেন্দ্রসহ ২০ থেকে ২৫টি কেন্দ্রে অনিয়ম হয়েছে। অভিযোগের সঙ্গে তিনি ভিডিও ফুটেজ, ছবি ও জব্দকৃত ব্যালট পেপার জমা দিয়েছেন বলে উল্লেখ করেছেন। তবে তাঁর এসব অভিযোগ কমিশন আমলে নেয়নি বলে জানা গেছে। 

এই আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ হাসান অনু ৯ হাজার ২২৬ এবং নাজনীন আলম ২ হাজার ২৫০ ভোট পেয়েছেন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে