হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোট কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ-৩ আসনের ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে আগামীকাল শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কেন্দ্রে ভোট হবে।

গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান।
 
স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এই আসনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। 

ভোট পুনর্গণনা, অবৈধ ফলাফল বাতিল ও ভোট পুনঃ গ্রহণের দাবিতে ৮ জানুয়ারি সিইসিকে চিঠি দেন স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। তাঁর অভিযোগ—১৭, ২১, ২৩, ৩২, ৩৬, ৩৯ ও ৪০ নম্বর কেন্দ্রসহ ২০ থেকে ২৫টি কেন্দ্রে অনিয়ম হয়েছে। অভিযোগের সঙ্গে তিনি ভিডিও ফুটেজ, ছবি ও জব্দকৃত ব্যালট পেপার জমা দিয়েছেন বলে উল্লেখ করেছেন। তবে তাঁর এসব অভিযোগ কমিশন আমলে নেয়নি বলে জানা গেছে। 

এই আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ হাসান অনু ৯ হাজার ২২৬ এবং নাজনীন আলম ২ হাজার ২৫০ ভোট পেয়েছেন।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার