হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

প্রতিনিধি

ময়মনসিংহ: নগরীর চরপাড়া কপিক্ষেত এলাকায় সানজিদা আক্তার রেমি (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, যৌতুকের জন্যই তাকে হত্যা করা হয়েছে।

সানজিদার বাবা এমদাদ অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য মেয়েকে হত্যা করেছেন তাঁর স্বামী। স্বামীর নির্যাতনে তাঁর নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। ঘটনার পর থেকে সানজিদার স্বামী শুভ ও তার পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, অচেতন অবস্থায় সানজিদাকে রাত ৩টার দিকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সানজিদার চাচা বলেন, এক বছর আগে সানজিদার সঙ্গে চরপাড়া এলাকার ইলেক্ট্রিশিয়ান শুভর বিয়ে হয়। শুভ কিছুদিন পরপর বাড়ি থেকে টাকা আনার জন্য বলতেন। টানা না পেলে শারীরিক ও মানসিক নির্যাতন চলতো। আজ ভোরে সানজিদার শ্বশুর বাড়ির লোকজন তাদের খবর দেন যে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। দ্রুত হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভাতিজিকে খুঁজতে থাকি। পরে জানতে পারি সানজিদার লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

কোতয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, সানজিদার বাবা এমদাদ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর সানজিদার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র