হোম > সারা দেশ > নেত্রকোণা

বৃদ্ধকে সহায়তার নামে অন্য প্রার্থীকে ভোট, পোলিং এজেন্ট আটক

নেত্রকোনা প্রধিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে ভোটকেন্দ্রে একজন বৃদ্ধ ভোট দিতে সহায়তা চান পোলিং এজেন্টের কাছে। এই সুযোগে পোলিং এজেন্ট সহায়তা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই বৃদ্ধের কাঙ্ক্ষিত লোককে না দিয়ে, অন্য প্রার্থীকে ভোট দিয়ে দেন। একপর্যায়ে ওই বৃদ্ধ প্রতিবাদ করলে অভিযুক্ত ওই পোলিং এজেন্টকে আটক করে ভোট শেষ হওয়া পর্যন্ত থানায় আটকে রাখে পুলিশ। 

ওই পোলিং এজেন্টের নাম—আমজাদ চৌধুরী। তিনি উপজেলার হাছলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

আজ বুধবার দুপুর দুইটার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির। 

এ বিষয়ে মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘হাছলা কেন্দ্রে আসা এক বৃদ্ধ ভোটার তাঁর ভোটটি দিয়ে দেওয়ার জন্য পোলিং এজেন্ট আমজাদ চৌধুরীর কাছে সহযোগিতা চান। ব্যালট নিয়ে গোপন কক্ষে গিয়ে পোলিং অফিসার ওই বৃদ্ধের পছন্দের প্রার্থীকে ভোট না দিয়ে, অন্য প্রার্থীর প্রতীকে সিল দিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধ অভিযোগ করেন। অভিযোগ পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই পোলিং এজেন্টকে আটক করেন। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।’ 

তিনি আরও বলেন, ‘বিকেল ৫টায় আটক পোলিং এজেন্টকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। ৫টায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।’ 

উল্লেখ্য, আজ বুধবার তৃতীয় ধাপে মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ১ লাখ ৪৭ হাজার মোট ভোটার রয়েছে। মোট ভোটকেন্দ্র রয়েছে ৫৫ টি।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ