হোম > সারা দেশ > নেত্রকোণা

জোড়াতালির কাঠের সেতুই ভরসা, স্থায়ী ব্যবস্থার দাবি দুর্গাপুরের সীমান্তবর্তী মানুষের 

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা)

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভারতীয় সীমান্তে বাংলাদেশের শেষ গ্রাম ভবানীপুর। ওই গ্রামের প্রায় আড়াই হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা কাঠের সেতু। সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জোড়াতালি দিয়েই চলছে যাতায়াত। দীর্ঘদিন ধরে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি করে আসছে স্থানীয়রা। 

দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে যুগ যুগ ধরে বসবাস করে আসছে মুসলিম, গারো, হাজংসহ কয়েকটি জাতিগোষ্ঠীর মানুষ। দীর্ঘদিন ধরেই পাহাড়ি ছড়া পারাপারে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। আগে এখানকার মানুষের যাতায়াতের জন্য একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ হয়েছিল। তবে সেটি কিছুদিন পরই ছড়ায় বিলীন হয়ে যায়। এরপর সোমেশ্বরী নদীর পারের পাহাড়ি ছড়ার ওপরে কাঠ-বাঁশ দিয়ে তৈরি সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে ওই গ্রামের বাসিন্দারা। 

উপজেলা প্রশাসন বলছে, অনেক দিন আগেই একটি পাকা স্থায়ী সেতুর নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সীমান্ত জটিলতায় বাস্তবায়ন হচ্ছে না। 

স্থানীয়রা জানায়, শহর, হাট-বাজার কিংবা স্কুল-কলেজে যাওয়ার একমাত্র ভরসা কাঠের সেতু। বর্ষা মৌসুমে একাধিকবার কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। তারপর পুনরায় সর্বশেষ কাঠের সঙ্গে লোহার পিলার দিয়ে সেতু তৈরি করা হয়। তবে বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে সেতুটি। সীমান্ত এলাকা হওয়ায় এখানে রয়েছে একটি বিজিবি ক্যাম্প। একটি স্থায়ী সেতু না থাকায় বিজিবির সদস্যরা তাঁদের নানা রকম কাজ পরিচালনা করতেও অসুবিধায় পড়তে হচ্ছে। 

গতকাল শুক্রবার দুপুরে সরেজমিন দেখা গেছে, ঝুঁকিপূর্ণ সেতুটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় এলাকাবাসী ও বিজিবি সদস্যদের স্বেচ্ছাশ্রমে জোড়াতালি দিয়েই চলাচলের উপযোগী করা হচ্ছে। সার্বিক সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দা মঞ্জুরুল হক মঞ্জু। নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভবানীপুর ক্যাম্পের নায়েব সুবেদার মো. হযরত, স্থানীয় বাসিন্দা রতন মড়ল, মাসুদ মিয়া, জাহাঙ্গীর, ওয়াদুদ, সেলিম তুষার, মারকোষ কালাম, জালাল, নবী হোসেন, সুমন, বেলবন, শান্তুস, সুদেব হাজং, সুকুলসহ আরও অনেকে। 

ভবানীপুর গ্রামের মারকোষ কালাম বলেন, একটি স্থায়ী সেতু না থাকায় এ গ্রামের মানুষের নানান সমস্যার শিকার হতে হচ্ছে। কাঠের সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। চলাচলসহ যেকোনো মালামাল পরিবহনে ভোগান্তির শিকার হতে হয়। 

তুষার নামে আরেক বাসিন্দা বলেন, হাট-বাজার, চিকিৎসার জন্য হাসপাতালসহ যেকোনো কাজে এ সেতুর ওপর দিয়েই এ পারের মানুষকে চলাচল করতে হয়। বর্ষার সময়ে সেতুর ওপর দিয়ে চলাচল ঝুঁকি বেশি। 

অপর এক গ্রামবাসী জালাল মিয়া বলেন, একটি স্থায়ী সেতু খুবই জরুরি। কাঠের সেতুটির কাঠ কিংবা খুঁটি অনেক সময় পুরোনো হয়ে ভেঙে যায়। আবার কখনো পানির স্রোতে খুঁটির নিচ থেকে মাটি সরে যায়, তখন তো এখান দিয়ে যাতায়াতই করা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এখানে ব্রিজ হলে গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে। 

ভবানীপুর ক্যাম্পের নায়েব সুবেদার মো. হযরত বলেন, ‘স্থায়ীভাবে পাকা একটি সেতু হলে এ গ্রামের মানুষের কষ্ট দূর হবে। পাশাপাশি আমাদেরও সুবিধা হয়। তাই অবিলম্বে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাই।’ 

উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান বলেন, ‘সীমান্তের ১৫০ গজের ভেতরে স্থায়ী কিছু নির্মাণ করা যায় না। জিরো পয়েন্টের বটতলা এলাকায় আগের ভেঙে যাওয়া সেতুর নদীর পারে পানি উন্নয়ন বোর্ডের বাঁধাইয়ের কাজ করবে। তারপর জিরো পয়েন্টের ১৫০ গজ দূরত্বে রাস্তা হলে একটি স্থায়ী সেতু নির্মাণ হবে বলে আশা করছি।’ 

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, ‘অনেক আগেই একটি স্থায়ী সেতুর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সীমান্ত জটিলতায় বাস্তবায়ন হচ্ছে না। ইতিমধ্যে কাঠের সেতুটি সরেজমিন পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এটি মেরামতের জন্য। অচিরেই মেরামত করা হবে।’

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ