হোম > সারা দেশ > জামালপুর

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে মরিয়ম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মরিয়ম (১৭) নামে এক পরীক্ষার্থী। সে উপজেলার আদারভিটা ইউনিয়নের পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। 

পরীক্ষার্থী মরিয়ম উপজেলার বাঁশদাইড় গ্রামের মৃত ফজলুল হকের মেয়ে। 

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মরিয়মের বাবা ফজলুল হক গুরুতর অসুস্থ হলে তাঁকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় ফজলুল হকের। রোববার কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা ছিল মরিয়মের। পরে বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশ নেয় মরিয়ম। স্বজনেরা তাকে পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেন। 

বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ শাহীনুর খান বলেন, ‘ওই পরীক্ষার্থীর বাবা গতরাতে স্ট্রোক করে মারা যায়। বাবার লাশ বাড়িতে রেখে এসে সে পরীক্ষায় অংশ নেয়। আমি তার খোঁজ খবর নিয়েছি। হল গার্ডদের বলেছি, তাকে মানসিকভাবে সর্বাত্মক সাপোর্ট দেওয়ার জন্য।’ 

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক