ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৮টি দেশীয় অস্ত্র ও পিকআপ উদ্ধার করা হয়। আজ শনিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার রাত ২টার দিকে সদর উপজেলার মধ্যবারেরা নিজাম নগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. কামাল হোসেন (৩২), মুক্তাগাছার আবুল খায়েরের ছেলে মো. হুমায়ুন কবির (২৮), গাজীপুরের শাহীন মণ্ডলের ছেলে মো. বেলাল হোসেন (৩০), একই জেলার বিল্লাল মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৪), শেরপুরের মৃত আব্দুল লতিফের ছেলে মো. ফেরদৌস মিয়া (২৮), গাইবান্ধার মো. আউয়াল মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (৩০)।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একদল ডাকাত মধ্যবারেরা নিজাম নগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’
সফিকুল আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অপরাধী। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।