ময়মনসিংহের নান্দাইলে একটি ডাকাতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হন আফিল উদ্দিন (৬০)। সেই সাজা এড়াতে ২৭ বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার হারাঞ্জা এলাকার এক চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আফিল উদ্দিন নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
নান্দাইল মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আফিল উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় ১৯৯৩ সালে একটি ডাকাতির মামলা হয়। পরে সেই ডাকাতি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। ২০০০ সালে আদালত পলাতক আসামি হিসেবে ওয়ারেন্টভুক্ত করেন। সাজা এড়াতে দীর্ঘ ২৭ বছর ঢাকা, গাজীপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। অবশেষে গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আফিল উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’