ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় ও দুজন উপসর্গে মারা গেছেন।
মৃতরা হলেন, নেত্রকোনা সদরের আকবর আলী (৭৯), জামালপুর সদরের বাজন আলী (৭৫), ও নাছিমা (৩৬)।
আজ রবিবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে চিকিৎসাধীন ৪ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৬৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৬৮ জনের মধ্যে ২৮ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫২টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার শতকরা ২৪ শতাংশ।’