হোম > সারা দেশ > নেত্রকোণা

সাদা মাটির পাহাড়ে ঈদের আনন্দ, পর্যটকের ঢল দুর্গাপুরে

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা)

সাদা মাটির পাহাড়ে পর্যটকদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুর, এক টুকরো সৌন্দর্যের লীলাভূমি। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা এই উপজেলা তার নৈসর্গিক শোভায় প্রতিনিয়তই ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করে। তবে ঈদের ছুটিতে এর সৌন্দর্য যেন আরও বহুগুণে বেড়ে যায়। এবারের পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিকে কেন্দ্র করে সাদা মাটির পাহাড় আর নীল পানির লেক ঘিরে পর্যটকদের ছিল উপচে পড়া ভিড়।

দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে বিজয়পুরের সাদা মাটির পাহাড়ে। কেউ এসেছেন পরিবার-পরিজন নিয়ে, কেউ দম্পতি, আবার কেউ বন্ধুরা মিলে। কেউ পাহাড়ের গায়ে দাঁড়িয়ে সেলফি তুলছেন, কেউবা নীল জলে পা ডুবিয়ে শীতলতা উপভোগ করছেন।

ঢাকা থেকে আসা পর্যটক দীপ্ত সাহা বললেন, ‘সাদা মাটির পাহাড় আর নীল পানির অপার সৌন্দর্যে আমি মুগ্ধ। আগে শুধু শুনেছি, আজ নিজ চোখে দেখলাম। যাঁরা এখনো আসেননি, তাঁরা এই অনন্য অভিজ্ঞতা থেকে বঞ্চিত রয়েছেন।’

গাজীপুর থেকে ঘুরতে আসা মো. আজাদ শিকদারের অভিব্যক্তিও একই রকম। তিনি বলেন, ‘আমি প্রথমবার দুর্গাপুরে এলাম। ঈদের আনন্দ আত্মীয়-পরিজন নিয়ে এমন সুন্দর জায়গায় এসে ভাগ করে নিতে পেরে দারুণ লাগছে। এই সৌন্দর্য আসলেই ভাষায় প্রকাশ করা কঠিন।’

সাদা মাটির পাহাড়ে পর্যটকদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ থেকে আসা দীপা বলেন, ‘অনেকবার ভিডিওতে দেখেছি, কিন্তু বাস্তবে এসে দেখার অনুভূতি একেবারে অন্যরকম। তবে ঈদের ছুটিতে প্রচুর ভিড়, তাই সবকিছু উপভোগ করতে পারলাম না। আবার আসতে চাই।’

সাদা মাটির পাহাড় প্রকৃতির এক অনন্য সৃষ্টি। কোথাও সাদা, কোথাও গোলাপি, আবার কোথাও বাদামি রঙের মিশ্রণে তৈরি এই পাহাড় যেন এক বিশাল ক্যানভাস। সামনে বিস্তৃত নীল পানির লেকের শোভা যেন স্বর্গীয় সৌন্দর্যের ছোঁয়া এনে দেয়। সূর্যের আলো পড়লে এর বর্ণ আরও মোহনীয় হয়ে ওঠে।

পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণের জন্য প্রশাসনও ছিল তৎপর। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঈদের ছুটিতে প্রচুর মানুষ ঘুরতে আসছেন। আমরা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছি, যাতে সবাই নিরাপদে প্রকৃতির এই অনন্য দৃষ্টিনন্দন স্থান উপভোগ করতে পারেন।’

সাদা মাটির পাহাড়ে পর্যটকদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

সাদা মাটির পাহাড় শুধু ঈদের ছুটিতেই নয়, বছরজুড়েই ভ্রমণপিপাসুদের মন কেড়ে নেয়। তবে ঈদের আনন্দে ভ্রমণের মাত্রা যেন দ্বিগুণ হয়ে যায়। প্রকৃতির কোলে এমন এক ব্যতিক্রমী অভিজ্ঞতা যেকোনো ভ্রমণপ্রেমীকে বারবার এখানে টেনে আনবে—এতে কোনো সন্দেহ নেই।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে