হোম > সারা দেশ > নেত্রকোণা

সাদা মাটির পাহাড়ে ঈদের আনন্দ, পর্যটকের ঢল দুর্গাপুরে

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা)

সাদা মাটির পাহাড়ে পর্যটকদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুর, এক টুকরো সৌন্দর্যের লীলাভূমি। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা এই উপজেলা তার নৈসর্গিক শোভায় প্রতিনিয়তই ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করে। তবে ঈদের ছুটিতে এর সৌন্দর্য যেন আরও বহুগুণে বেড়ে যায়। এবারের পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিকে কেন্দ্র করে সাদা মাটির পাহাড় আর নীল পানির লেক ঘিরে পর্যটকদের ছিল উপচে পড়া ভিড়।

দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে বিজয়পুরের সাদা মাটির পাহাড়ে। কেউ এসেছেন পরিবার-পরিজন নিয়ে, কেউ দম্পতি, আবার কেউ বন্ধুরা মিলে। কেউ পাহাড়ের গায়ে দাঁড়িয়ে সেলফি তুলছেন, কেউবা নীল জলে পা ডুবিয়ে শীতলতা উপভোগ করছেন।

ঢাকা থেকে আসা পর্যটক দীপ্ত সাহা বললেন, ‘সাদা মাটির পাহাড় আর নীল পানির অপার সৌন্দর্যে আমি মুগ্ধ। আগে শুধু শুনেছি, আজ নিজ চোখে দেখলাম। যাঁরা এখনো আসেননি, তাঁরা এই অনন্য অভিজ্ঞতা থেকে বঞ্চিত রয়েছেন।’

গাজীপুর থেকে ঘুরতে আসা মো. আজাদ শিকদারের অভিব্যক্তিও একই রকম। তিনি বলেন, ‘আমি প্রথমবার দুর্গাপুরে এলাম। ঈদের আনন্দ আত্মীয়-পরিজন নিয়ে এমন সুন্দর জায়গায় এসে ভাগ করে নিতে পেরে দারুণ লাগছে। এই সৌন্দর্য আসলেই ভাষায় প্রকাশ করা কঠিন।’

সাদা মাটির পাহাড়ে পর্যটকদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জ থেকে আসা দীপা বলেন, ‘অনেকবার ভিডিওতে দেখেছি, কিন্তু বাস্তবে এসে দেখার অনুভূতি একেবারে অন্যরকম। তবে ঈদের ছুটিতে প্রচুর ভিড়, তাই সবকিছু উপভোগ করতে পারলাম না। আবার আসতে চাই।’

সাদা মাটির পাহাড় প্রকৃতির এক অনন্য সৃষ্টি। কোথাও সাদা, কোথাও গোলাপি, আবার কোথাও বাদামি রঙের মিশ্রণে তৈরি এই পাহাড় যেন এক বিশাল ক্যানভাস। সামনে বিস্তৃত নীল পানির লেকের শোভা যেন স্বর্গীয় সৌন্দর্যের ছোঁয়া এনে দেয়। সূর্যের আলো পড়লে এর বর্ণ আরও মোহনীয় হয়ে ওঠে।

পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণের জন্য প্রশাসনও ছিল তৎপর। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঈদের ছুটিতে প্রচুর মানুষ ঘুরতে আসছেন। আমরা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছি, যাতে সবাই নিরাপদে প্রকৃতির এই অনন্য দৃষ্টিনন্দন স্থান উপভোগ করতে পারেন।’

সাদা মাটির পাহাড়ে পর্যটকদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

সাদা মাটির পাহাড় শুধু ঈদের ছুটিতেই নয়, বছরজুড়েই ভ্রমণপিপাসুদের মন কেড়ে নেয়। তবে ঈদের আনন্দে ভ্রমণের মাত্রা যেন দ্বিগুণ হয়ে যায়। প্রকৃতির কোলে এমন এক ব্যতিক্রমী অভিজ্ঞতা যেকোনো ভ্রমণপ্রেমীকে বারবার এখানে টেনে আনবে—এতে কোনো সন্দেহ নেই।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা