হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন করোনায় ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। এ নিয়ে মেডিকেলে করোনায় ২৫৪ ও উপসর্গ নিয়ে ৮০৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার অপর্ণা গোমেজ (৪২), নার্গিস আক্তার (৬০), নাসিরুদ্দিন (৬৫), তারা বালা সাহা (৮০), তারাকান্দার শাহিদা বেগম (৩৮), শেরপুর সদর উপজেলার গেন্দাফুল (৩৫), জামালপুরের বকশীগঞ্জের রোকেয়া (৬০), কিশোরগঞ্জের ভৈরবের আকলিমা (৪৯)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের জেসমিন রহমান (৬৩), আবদুর রশিদ (৬৫), মুক্তাগাছার মরিয়ম বেগম (৭০), সোহরাব উদ্দিন (৬৫), ফুলবাড়িয়ার পারভিন আক্তার (৩৫), আছিয়া বেগম (৪০), তারাকান্দার সুরুজ আলী (৪৮), সুনামগঞ্জের দিজেন্দ্র (৬৫), গাজীপুর শ্রীপুরের শিল্পী বেগম (৪০)।

মুন বলেন, আইসিইউর ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৩৯ জন রোগী ভর্তি আছেন ৷ নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে মোট ৪৩৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১০৮ জন করোনা শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো করোনা রোগী মারা যায়নি। এ পর্যন্ত মারা গেছে ১১৩ জন।

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল