হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় বড় ভাই নিহত, আহত ছোট ভাই

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় মাসরুল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁরই ছোট ভাই মাসুম মিয়া (১৭)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের একতা বাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

নিহত মাসরুল মিয়া ও আহত মাসুম মিয়া উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের চান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একতা বাজারে নাঈম ও রায়হান (দুই ভাই) ধারালো অস্ত্র দিয়ে মাসরুলকে আঘাত করেন। এ সময় মাসুম এগিয়ে গেলে তাঁকেও আঘাত করে তাঁরা পালিয়ে যান। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসরুলকে মৃত ঘোষণা করেন। অপরজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাঁদের মধ্যে কী নিয়ে বিরোধ ছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনায় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতের আটকের চেষ্টা চলছে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে