হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিরাপদে আছেন নাবিক ফয়সাল, দুশ্চিন্তায় পরিবার 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ থেকে ২৮ জন নাবিককে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা ভালো আছেন বলে জানিয়েছেন আটকা পড়া নাবিক ফয়সাল আহমেদ সেতু। 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটের দিকে ফয়সাল আহমেদ তাঁর পরিবারকে জানিয়েছে, আমাদের সকলকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত একজন নিহত ছাড়া ২৮ জন নিরাপদে আছি এবং ভালো আছি এমনটি আজকের পত্রিকাকে রাত ১১ টার সময় জানান ফয়সালের বাবা ফারুক বিশ্বাস । 

তবে পরিবারটি  কিছুটা স্বস্তি পেলেও  দুশ্চিন্তা মুক্ত হতে পারেনি সদস্যরা। 

এর আগে বাঁচার আকুতি জানিয়ে জাহাজ থেকে একটি ৪৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ ফয়সাল আহমেদ সেতু তাঁর এক পরিচিতজনের কাছে পাঠিয়েছিলেন। 

ফয়সাল আহমেদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে। তাঁর বাবা ফারুক আহমেদ উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

ফয়সাল আহমেদের বাবা ফারুক বিশ্বাস জানান,  ছেলে এখন নিরাপদে আছে ভালো আছে, যত দ্রুত সম্ভব ভালোভাবে তাদের দেশে ফিরিয়ে আনা হোক। 

ফয়সাল আহমেদ খুলনা পাবলিক কলেজ থেকে পাস করার পর চট্টগ্রামে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। এরপর চার মাস ধরে এই জাহাজে ইন্টার্নশিপ করছেন । দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট বলে জানিয়েছেন পরিবারটি।

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল