হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিরাপদে আছেন নাবিক ফয়সাল, দুশ্চিন্তায় পরিবার 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ থেকে ২৮ জন নাবিককে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা ভালো আছেন বলে জানিয়েছেন আটকা পড়া নাবিক ফয়সাল আহমেদ সেতু। 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটের দিকে ফয়সাল আহমেদ তাঁর পরিবারকে জানিয়েছে, আমাদের সকলকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত একজন নিহত ছাড়া ২৮ জন নিরাপদে আছি এবং ভালো আছি এমনটি আজকের পত্রিকাকে রাত ১১ টার সময় জানান ফয়সালের বাবা ফারুক বিশ্বাস । 

তবে পরিবারটি  কিছুটা স্বস্তি পেলেও  দুশ্চিন্তা মুক্ত হতে পারেনি সদস্যরা। 

এর আগে বাঁচার আকুতি জানিয়ে জাহাজ থেকে একটি ৪৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ ফয়সাল আহমেদ সেতু তাঁর এক পরিচিতজনের কাছে পাঠিয়েছিলেন। 

ফয়সাল আহমেদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে। তাঁর বাবা ফারুক আহমেদ উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

ফয়সাল আহমেদের বাবা ফারুক বিশ্বাস জানান,  ছেলে এখন নিরাপদে আছে ভালো আছে, যত দ্রুত সম্ভব ভালোভাবে তাদের দেশে ফিরিয়ে আনা হোক। 

ফয়সাল আহমেদ খুলনা পাবলিক কলেজ থেকে পাস করার পর চট্টগ্রামে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। এরপর চার মাস ধরে এই জাহাজে ইন্টার্নশিপ করছেন । দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট বলে জানিয়েছেন পরিবারটি।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা