হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিরাপদে আছেন নাবিক ফয়সাল, দুশ্চিন্তায় পরিবার 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ থেকে ২৮ জন নাবিককে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা ভালো আছেন বলে জানিয়েছেন আটকা পড়া নাবিক ফয়সাল আহমেদ সেতু। 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটের দিকে ফয়সাল আহমেদ তাঁর পরিবারকে জানিয়েছে, আমাদের সকলকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত একজন নিহত ছাড়া ২৮ জন নিরাপদে আছি এবং ভালো আছি এমনটি আজকের পত্রিকাকে রাত ১১ টার সময় জানান ফয়সালের বাবা ফারুক বিশ্বাস । 

তবে পরিবারটি  কিছুটা স্বস্তি পেলেও  দুশ্চিন্তা মুক্ত হতে পারেনি সদস্যরা। 

এর আগে বাঁচার আকুতি জানিয়ে জাহাজ থেকে একটি ৪৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ ফয়সাল আহমেদ সেতু তাঁর এক পরিচিতজনের কাছে পাঠিয়েছিলেন। 

ফয়সাল আহমেদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে। তাঁর বাবা ফারুক আহমেদ উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

ফয়সাল আহমেদের বাবা ফারুক বিশ্বাস জানান,  ছেলে এখন নিরাপদে আছে ভালো আছে, যত দ্রুত সম্ভব ভালোভাবে তাদের দেশে ফিরিয়ে আনা হোক। 

ফয়সাল আহমেদ খুলনা পাবলিক কলেজ থেকে পাস করার পর চট্টগ্রামে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। এরপর চার মাস ধরে এই জাহাজে ইন্টার্নশিপ করছেন । দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট বলে জানিয়েছেন পরিবারটি।

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু