হোম > সারা দেশ > ময়মনসিংহ

গোপনে নারীর গোসলের ভিডিও করে চাঁদা দাবি, ৪ তরুণ কারাগারে 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে গোপনে নারীর গোসলের ভিডিও করে চাঁদা দাবির অভিযোগে চার তরুণকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ রোববার আদালতে তাঁদের হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল শনিবার উপজেলার দাসেরবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহাগ মিয়া (১৯), রুকুনুল ইসলাম (২৩), সাহেদুল ইসলাম (২২) ও সৌরভ হোসেন (১৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় উপজেলার সাতপোয়া গ্রামে গোপনে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে ওই চার তরুণ। পরে ভুক্তভোগী কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তাঁরা। এ ঘটনায় ভুক্তভোগী গতকাল রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নারীর গোসলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় চার তরুণকে আটক করা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার