হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান রিপন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চামটায় এ ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্র নান্দাইল পৌরসভার কাকচর গ্রামের আব্দুল সামাদের ছেলে। তিনি স্থানীয় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ (শুক্রবার) বিকেলের দিকে মাহমুদুল হাসান রিপন (১৮) বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। বিকেল ৫টার দিকে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের চামটায় একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হন রিপন। এ সময় তার বন্ধুরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহতের চাচাতো ভাই মাসুদ রানা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সে পরিবারের সবার ছোট ছেলে।’ 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত্যুর সংবাদটি শুনেছি। ছেলেটি বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা