হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটের ২ স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

এক বছর বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাটের দুটি স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। 

এ সময় হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান, গোবরাকুড়া কড়ইতলি স্থলবন্দরের পরিচালক মোস্তাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া, কড়ইতলি গোবরাকুড়া আমদানি ও রপ্তানিকারক উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান আলী জহির প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনের পর মাহমুদুল হক সায়েম বলেন, ‘আমরা হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে নতুনভাবে সাজাচ্ছি। স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি চালু থাকলে আমাদের ব্যবসায়ীরা লাভবান হবেন। বন্দরে আমাদের সীমান্ত হাট করার পরিকল্পনা রয়েছে। এখন শুধু কয়লা আমদানি করা হচ্ছে।’ 

মাহমুদুল হক আরও বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’ বন্দরটি পুরোপুরি চালু হলে দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা তৈরি হবে বলে জানান তিনি।

 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার