ময়মনসিংহের গফরগাঁওয়ে বিজয় (২৫) নামের এক কাঠমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের ফরিদপুর গ্রামে বসতবাড়ির পাশে একটি গাছ থেকে লাশটির সন্ধান মেলে। বিজয় ওই এলাকার রব মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে বিজয় বিয়ে করেন। তাঁর আড়াই মাস বয়সী এক সন্তান রয়েছে। বিজয়ের সংসারে দাম্পত্য কলহ লেগেই থাকত। আজ সোমবার দুপুরে বাড়ি থেকে রাগ করে বের হয়ে যান তিনি। পরে বসতবাড়ির পাশে গাছে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত লাশ দেখে পাগলা থানায় খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের কেউ অভিযোগ করেনি।