হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীর ১৫ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৫টি গ্রামের একাংশ মুসল্লি পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন। আজ শনিবার সকাল ৮টায় জামায়াতে নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উদ্‌যাপন করেন তাঁরা।

উপজেলার দক্ষিণ বলারদিয়ার গ্রামে মাস্টার বাড়ি জামে মসজিদের ঈদগাহে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়। এতে আজিম উদ্দিন মাস্টার ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। 

ইমাম আজিম উদ্দিন জানান, দেড় যুগ ধরে সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করে আসছেন তাঁরা। এর ধারাবাহিকতায় এ বছর উপজেলার মুলবাড়ী, বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ, বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগাসহ ১৫টি গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ ঈদের জামায়াতে অংশ নেন। নামাজ শেষে পশু কোরবানি করা হয়।

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বলারদিয়ার এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে সকাল থেকেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে