হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীর ১৫ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৫টি গ্রামের একাংশ মুসল্লি পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন। আজ শনিবার সকাল ৮টায় জামায়াতে নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উদ্‌যাপন করেন তাঁরা।

উপজেলার দক্ষিণ বলারদিয়ার গ্রামে মাস্টার বাড়ি জামে মসজিদের ঈদগাহে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়। এতে আজিম উদ্দিন মাস্টার ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। 

ইমাম আজিম উদ্দিন জানান, দেড় যুগ ধরে সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করে আসছেন তাঁরা। এর ধারাবাহিকতায় এ বছর উপজেলার মুলবাড়ী, বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ, বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগাসহ ১৫টি গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ ঈদের জামায়াতে অংশ নেন। নামাজ শেষে পশু কোরবানি করা হয়।

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বলারদিয়ার এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে সকাল থেকেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ