হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে ১১৯ মামলায় জরিমানা প্রায় ৯৩ হাজার

প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ) 

চলমান লকডাউনে এবং করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে হালুয়াঘাট উপজেলা প্রশাসন। গত ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ১১৯ মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ৯২ হাজার ৭৪০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে চলমান লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উপজেলা ও পুলিশ প্রশাসন। সঙ্গে আছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), সেনাবাহিনী, বিজিবি ও ব্যাটালিয়ন পুলিশ। মানুষকে ঘরে ফেরাতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের রুটিন টহল অব্যাহত রয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিন গুরুত্বপূর্ণ ও জনবহুল বাজারগুলোতে অভিযান পরিচালনা কো হচ্ছে। এ সময় বিনা কারণে ঘোরাঘুরি, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানার আওতায় আনা হচ্ছে।

তা ছাড়া কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসহায়তা পৌঁছে দিতে কাজ করছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। 

এ বিষয়ে মো. রেজাউল করিম বলেন, `মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষকে ঘরে ফেরাতে এবং স্বাস্থ্যবিধি মানাসহ মাস্ক পরা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।'

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ