হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে ১১৯ মামলায় জরিমানা প্রায় ৯৩ হাজার

প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ) 

চলমান লকডাউনে এবং করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে হালুয়াঘাট উপজেলা প্রশাসন। গত ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ১১৯ মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ৯২ হাজার ৭৪০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে চলমান লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উপজেলা ও পুলিশ প্রশাসন। সঙ্গে আছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), সেনাবাহিনী, বিজিবি ও ব্যাটালিয়ন পুলিশ। মানুষকে ঘরে ফেরাতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের রুটিন টহল অব্যাহত রয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিন গুরুত্বপূর্ণ ও জনবহুল বাজারগুলোতে অভিযান পরিচালনা কো হচ্ছে। এ সময় বিনা কারণে ঘোরাঘুরি, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানার আওতায় আনা হচ্ছে।

তা ছাড়া কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসহায়তা পৌঁছে দিতে কাজ করছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। 

এ বিষয়ে মো. রেজাউল করিম বলেন, `মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষকে ঘরে ফেরাতে এবং স্বাস্থ্যবিধি মানাসহ মাস্ক পরা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।'

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে