হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে ১১৯ মামলায় জরিমানা প্রায় ৯৩ হাজার

প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ) 

চলমান লকডাউনে এবং করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে হালুয়াঘাট উপজেলা প্রশাসন। গত ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ১১৯ মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ৯২ হাজার ৭৪০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে চলমান লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উপজেলা ও পুলিশ প্রশাসন। সঙ্গে আছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), সেনাবাহিনী, বিজিবি ও ব্যাটালিয়ন পুলিশ। মানুষকে ঘরে ফেরাতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের রুটিন টহল অব্যাহত রয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিন গুরুত্বপূর্ণ ও জনবহুল বাজারগুলোতে অভিযান পরিচালনা কো হচ্ছে। এ সময় বিনা কারণে ঘোরাঘুরি, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানার আওতায় আনা হচ্ছে।

তা ছাড়া কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসহায়তা পৌঁছে দিতে কাজ করছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। 

এ বিষয়ে মো. রেজাউল করিম বলেন, `মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষকে ঘরে ফেরাতে এবং স্বাস্থ্যবিধি মানাসহ মাস্ক পরা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।'

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা