হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভাঙছে কংশ নদ, বিলীন হচ্ছে গ্রাম

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার কংশ নদের ভাঙনে হুমকির মধ্যে রয়েছে বালিয়া মইশাউন্দা গ্রামের শত শত ঘরবাড়ি। প্রতি বছরেই নদের ভাঙনে বিলীন হচ্ছে ১০ থেকে ১৫টি বাড়ি। বিগত প্রায় এক শ বছর ধরে নদ ভাঙলেও কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দ্রুত ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা। 

সরেজমিন গিয়ে দেখা যায়, মইশাকান্দা বাজার থেকে শাকুয়াই স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত কংশ নদের প্রায় দুই কিলোমিটার জায়গা ভাঙনের মধ্যে রয়েছে। এ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে কয়েক’শত পরিবার। প্রতি বছরেই নদের ভাঙনে বিলীন হচ্ছে ১৫ থেকে ২০টি পরিবার। ফুলপুর, হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার মাঝখান দিয়ে নদটি প্রবাহিত হওয়ায় রাজনৈতিক, প্রশাসনিক ভাবেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। 

মইশাউন্দা গ্রামের মজিবুর রহমান বলেন, তিন প্রজন্ম ধরে কংশ নদ ভাঙতে ভাঙতে এখন ফসলি জমির মাঠসহ ঘরবাড়ি ভাঙছে। অনেকেই বাস্তুহারা হয়ে পড়েছে। রেজাউল করিম বলেন, মইশাকান্দা বাজার হতে শাকুয়াই স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটারের মধ্যে শতাধিক ঘরবাড়ি বিলুপ্ত হয়েছে। হুমকির মধ্যে রয়েছে ৫০ থেকে ৬০টি বাড়ি। 

স্থানীয় মোনায়েম খান জানান, ২০ বছর আগে তাঁর ঘরবাড়ি নদের ভাঙনে বিলীন হয়েছে। এলাকা ছেড়ে অন্য এলাকায় বসত ভিটা করেছেন তিনি। তাঁর মতো আরও অনেকেই এই পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান তিনি। 

এ ছাড়া স্থানীয় কলম উদ্দিন, হাবিবুল্লাহ, রোমান মিয়া, হামিদা খাতুন, সোহেল আকন্দসহ অনেকেই জানান, দীর্ঘদিন থেকে তাঁরা নদের ভাঙনের মধ্য দিয়ে বসত করছেন। নদের গর্ভে বিলীন হয়ে অনেকেই অন্যত্র বসতবাড়ি নিয়ে গেছেন। অনেকেই এখন বসতভিটা ভাঙনের হুমকি রয়েছেন বলে জানান তাঁরা। 

বালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য নুরুন্নাহার বেগম বলেন, ‘স্থানীয় লোকজন নিয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে বারবার ধরনা দিয়ে কোনো কাজ হয়নি। আমাদের দেয়ালে পিঠ টেকে গেছে। দুর্ভোগের স্থায়ী সমাধান দরকার।’ 

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, ‘আমরা নদ ভাঙনের সঠিক তথ্য এলাকা থেকে সংগ্রহ করে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠাবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুসা বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ 

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা