হোম > সারা দেশ > ময়মনসিংহ

মধুপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৩ চালককে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি 

মধুপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন বাসচালককে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন মধুপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর জেলার সমদূরত্বে অবস্থিত মধুপুর উপজেলা হয়ে প্রতিদিন ঢাকাসহ অন্তত ১৬টি পথে শত শত যানবাহন চলাচল করে। তাই মধুপুর বাসস্ট্যান্ডে যাত্রী ও গাড়ির চাপ বেশি থাকে। এখন ঈদ উদ্‌যাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ আরও বেড়ে যাওয়ায় বাসের চালক-শ্রমিকেরা অতিরিক্ত ভাড়া আদায় করতে শুরু করেন। এমন অভিযোগের খবর পেয়ে মধুপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ইউএনও কার্যালয়ের গোপনীয় সহকারী মো. নাজমুল হোসেন জানান, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে তিন বাসের চালককে সড়ক পরিবহন আইনে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাসের মালিক, চালক, শ্রমিক সবাই অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি দেন। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে