হোম > সারা দেশ > ময়মনসিংহ

মধুপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৩ চালককে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি 

মধুপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন বাসচালককে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন মধুপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর জেলার সমদূরত্বে অবস্থিত মধুপুর উপজেলা হয়ে প্রতিদিন ঢাকাসহ অন্তত ১৬টি পথে শত শত যানবাহন চলাচল করে। তাই মধুপুর বাসস্ট্যান্ডে যাত্রী ও গাড়ির চাপ বেশি থাকে। এখন ঈদ উদ্‌যাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ আরও বেড়ে যাওয়ায় বাসের চালক-শ্রমিকেরা অতিরিক্ত ভাড়া আদায় করতে শুরু করেন। এমন অভিযোগের খবর পেয়ে মধুপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ইউএনও কার্যালয়ের গোপনীয় সহকারী মো. নাজমুল হোসেন জানান, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে তিন বাসের চালককে সড়ক পরিবহন আইনে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাসের মালিক, চালক, শ্রমিক সবাই অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি দেন। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ