হোম > সারা দেশ > ময়মনসিংহ

নজরুল বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের প্রাধ্যক্ষসহ ৫ শিক্ষকের পদত্যাগ

ময়মনসিংহ প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবির) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিবের কথামতো বিজয় দিবসের বিশেষ খাবারের আয়োজনের সমস্ত টাকা তাঁর হাতে তুলে না দেওয়ায় নানা ‘হুমকি-ধমকি ও চরম অপমান করায়’ দোলনচাঁপা মহিলা হলের প্রাধ্যক্ষসহ ৫ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীরের কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। 

রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর বলেন, বিজয় দিবসের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে ছাত্রীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করে দোলনচাঁপা মহিলা হল কর্তৃপক্ষ। খাবারের জন্য পোলাওয়ের চাল ও খাসি ক্রয় করা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব উত্তেজিত হয়ে খাবারের খরচের সমস্ত টাকা তাঁর হাতে তুলে দেওয়ার জন্য নানা রকম হুমকি-ধমকি দেন। এমন অপমানকর অভিযোগ ও নিরাপত্তাহীনতায় শঙ্কিত দোলনচাঁপা মহিলা হল প্রাধ্যক্ষ সিরাজুম মুনিরা, হাউস টিউটর আরিফ আহমেদ, আফরুজা ইসলাম লিপি, রাশেদুর রহমান ও ফারজানা খানম পদত্যাগ করেছেন। 

বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন রেজিস্ট্রার। 

পদত্যাগপত্র জমা দেওয়া দোলনচাঁপা হল প্রাধ্যক্ষ সিরাজুম মুনিরা বলেন, ‘আমরা খাবারের জন্য ৬১ হাজার টাকা ও অন্যান্য উপহার সামগ্রী সংগ্রহ করি। আমরা খাসি ও পোলাও চালসহ সবকিছু কিনে ফেলেছি। ছাত্রীদের খাবারের টোকেনও দেওয়া হয়েছে। বিজয় দিবসের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে ছাত্রীদের সারপ্রাইজ উপহার দেওয়ার জন্য ঢাকা থেকে নানা উপহার সামগ্রীও কেনা হয়েছে।’ 

এতে ছাত্রলীগ নেতারা উত্তেজিত হয়ে খাসি ও অন্যান্য সামগ্রী বিক্রি করে তাঁদের হাতে পুরো টাকা তুলে দিতে বলেছেন বলে দাবি প্রাধ্যক্ষের। প্রাধ্যক্ষ বলেন, ছেলেদের হলের সঙ্গে একসঙ্গে আয়োজন করবে বলছে। শুধু ছাত্রলীগ সংগঠন যারা করেন, তাঁরা সবাই মাঠে বসে একসঙ্গে খাবে।

আর যারা সাধারণ শিক্ষার্থী এবং যারা ছাত্রলীগ করেন না, তাঁদের খাসির মাংস খেতে দেবে না। দোলনচাঁপা হলে যত সিট আছে সব পলিটিক্যাল সিট হবে। যারা ছাত্রলীগ করবে না তাঁরা হলের সিটে থাকতে পারবেন না; থাকতে দেওয়া হবে না। 

প্রাধ্যক্ষ বলেন, ‘আমরা যতটা সহনশীলভাবে বলা দরকার ঠিক ততটা সহনশীলভাবে বলেছি। কিন্তু তাঁরা (ছাত্রলীগ নেতারা) নানা হুমকি-ধমকি দিতে থাকেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কথামতো না চললে কেউ বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের গাছ-পাতা, পানি সব নড়ে রাকিবের ইশারায়। ১০ বছর ধরে ক্যাম্পাসের সব সিস্টেম রাকিব তৈরি করছে। সে যাকে প্রাধ্যক্ষ চাইব সেই প্রাধ্যক্ষ হবে। আমাকে রাকিব আর মেনে নিতে পারছে না। ১৪ ডিসেম্বর বিকেলে ক্যাম্পাসে ছাত্র উপদেষ্টা ও প্রক্টর স্যারের সামনে এভাবে হুমকি দিয়ে কথা বলেন রাকিব।’ 

এ নিয়ে ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় মিটিং হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রাধ্যক্ষ ও ৪ জন হাউস টিউটর সিদ্ধান্ত নেন, এই অরাজক পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে পারবেন না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজ বিকেল পৌনে ৫টায় হল প্রশাসন থেকে পদত্যাগ করে তাঁরা ক্যাম্পাস ছেড়েছেন। 

এ ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব বলেন, ‘চাঁদা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শিক্ষার্থীদের অনুরোধে আমরা দুটি হলের খাবারের আয়োজন একসঙ্গে করতে চেয়েছিলাম। আর এই আলাপটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর স্যারের সামনেই হয়েছে। বরং দোলনচাঁপা ছাত্রী হলের প্রাধ্যক্ষ ছাত্রী প্রতিনিধিদের না জানিয়ে একতরফাভাবে খাবারের আয়োজন করেছেন। এতে হলের ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়েছেন। 

 

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ