হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিভাগীয় শহর ময়মনসিংহের প্রায় ৫০ হাজার পরিবার সাত বছর ধরে টাকা জমা দিয়েও আবাসিক গ্যাস সংযোগ পাননি। দ্রুত আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়। এতে জেলা নাগরিক আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠন ও গ্যাস বঞ্চিত বিভিন্ন পরিবারের সদস্য অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এ এইচ এম খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমিন কালাম, সহসভাপতি এমদাদুল হক মিল্লাত, কাজী রানা, সহসাধারণ সম্পাদক শিব্বির আহম্মেদ লিটন, গ্রাহক গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশনের ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আকন্দ, সহসভাপতি রমজান খন্দকার প্রমুখ।

বক্তারা বলেন, ‘সাত থেকে আট বছর ধরে প্রায় ৫০ হাজার পরিবার আবাসিক সংযোগের জন্য কয়েক কোটি টাকা সরকারের কোষাগারে জমা দিয়েছে। কিন্তু দীর্ঘ সময় গেলেও সংযোগ চালু হচ্ছে না। তাই ঝুঁকিপূর্ণ সিলিন্ডার গ্যাসের ওপর মানুষকে নির্ভর হতে হচ্ছে। অচিরেই আবাসিক গ্যাস সংযোগ চালু করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে