হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাড়ির লোকদের হাত-পা বেঁধে নগদ অর্থ ও স্বর্ণালংকার ডাকাতি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির লোকদের হাত-পা বেঁধে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যান। গতকাল বুধবার রাতে উপজেলার কাচিনা পশ্চিমপাড়া গ্রামে মাওলানা আবুল কালাম আজাদের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, মুখোশধারী একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ে। প্রথমে তারা ঘরে থাকা পরিবারের সদস্যদের রশি দিয়ে বেঁধে ফেলে। পরে ২ লাখ ১৯ হাজার টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

বাড়ির মালিকের ছেলে শফিকুল ইসলাম বলেন, ‘রাতে গরুর খাবার দিয়ে দরজার সিটকিনি না লাগিয়ে ঘরে প্রবেশ করি। সঙ্গে সঙ্গেই ঘরে ৮-৯ জন মুখোশধারী ডাকাত ঢুকে পড়ে। তারা আমাদের পরিবারের সবাইকে বেঁধে ফেলে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং আমার ভাই ইঞ্জিনিয়ার মামুনের ঘরের দরজা ভেঙে নগদ ২ লাখ ১৯ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। ঘটনার পরপর থানা-পুলিশকে খবর দেওয়া হলেও আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’ ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা