ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির লোকদের হাত-পা বেঁধে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যান। গতকাল বুধবার রাতে উপজেলার কাচিনা পশ্চিমপাড়া গ্রামে মাওলানা আবুল কালাম আজাদের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, মুখোশধারী একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ে। প্রথমে তারা ঘরে থাকা পরিবারের সদস্যদের রশি দিয়ে বেঁধে ফেলে। পরে ২ লাখ ১৯ হাজার টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
বাড়ির মালিকের ছেলে শফিকুল ইসলাম বলেন, ‘রাতে গরুর খাবার দিয়ে দরজার সিটকিনি না লাগিয়ে ঘরে প্রবেশ করি। সঙ্গে সঙ্গেই ঘরে ৮-৯ জন মুখোশধারী ডাকাত ঢুকে পড়ে। তারা আমাদের পরিবারের সবাইকে বেঁধে ফেলে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং আমার ভাই ইঞ্জিনিয়ার মামুনের ঘরের দরজা ভেঙে নগদ ২ লাখ ১৯ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। ঘটনার পরপর থানা-পুলিশকে খবর দেওয়া হলেও আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’ ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।