হোম > সারা দেশ > ময়মনসিংহ

রাজাকারমুক্ত সরকার চাই: ফুলবাড়িয়ায় ইনু

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

জাসদ কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘যে যাই বলুক, বিএনপি যতই চক্রান্ত করুক, জামায়াত যতই ষড়যন্ত্র করুক, ডিসেম্বরের শেষে ভোট হবেই। আর সেই ভোটে রাজাকারমুক্ত সরকার চাই।’ 

শনিবার (১০ জুন) ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন। স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণের প্রত্যয়ে উপজেলা জাসদ এ জনসভার আয়োজন করে। 

হাসানুল হক ইনু বলেন, ‘দেশি-বিদেশিরা যাই করুক না কেন, সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করতে নির্বাচনটা করতেই হবে। বিএনপি যদি আসলেও ভোট হবে, না আসলেও হবে। ভোট হতেই হবে। নির্বাচন কেউ কোনোভাবেই আটকাতে পারবে না।’ 

রাজাকারদের ক্ষমতায় আনার খেলা হতে দেওয়া হবে না উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি-জামায়াত আসলে নির্বাচন চায় না, তারা নির্বাচনের আগেই ক্ষমতা চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। বিএনপি-জামায়াত হাজার চেষ্টা করলেও ভোটের নামে ভূতের সরকার, অস্বাভাবিক সরকার ও সামরিক সরকার হবে না। বাংলাদেশের জনগণ সেটা চায় না।’ 

উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি সাইয়েদুল ইসলাম সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাদেল চৌধুরী ও আব্দুল্লাহিল কাইয়ুম। প্রধান বক্তা ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। 

জনসভায় আরও বক্তব্য দেন—জেলা জাসদের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাদিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহামেদ লিটন প্রমুখ।

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক