হোম > সারা দেশ > ময়মনসিংহ

রাজাকারমুক্ত সরকার চাই: ফুলবাড়িয়ায় ইনু

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

জাসদ কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘যে যাই বলুক, বিএনপি যতই চক্রান্ত করুক, জামায়াত যতই ষড়যন্ত্র করুক, ডিসেম্বরের শেষে ভোট হবেই। আর সেই ভোটে রাজাকারমুক্ত সরকার চাই।’ 

শনিবার (১০ জুন) ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন। স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণের প্রত্যয়ে উপজেলা জাসদ এ জনসভার আয়োজন করে। 

হাসানুল হক ইনু বলেন, ‘দেশি-বিদেশিরা যাই করুক না কেন, সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করতে নির্বাচনটা করতেই হবে। বিএনপি যদি আসলেও ভোট হবে, না আসলেও হবে। ভোট হতেই হবে। নির্বাচন কেউ কোনোভাবেই আটকাতে পারবে না।’ 

রাজাকারদের ক্ষমতায় আনার খেলা হতে দেওয়া হবে না উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি-জামায়াত আসলে নির্বাচন চায় না, তারা নির্বাচনের আগেই ক্ষমতা চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। বিএনপি-জামায়াত হাজার চেষ্টা করলেও ভোটের নামে ভূতের সরকার, অস্বাভাবিক সরকার ও সামরিক সরকার হবে না। বাংলাদেশের জনগণ সেটা চায় না।’ 

উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি সাইয়েদুল ইসলাম সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাদেল চৌধুরী ও আব্দুল্লাহিল কাইয়ুম। প্রধান বক্তা ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। 

জনসভায় আরও বক্তব্য দেন—জেলা জাসদের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাদিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহামেদ লিটন প্রমুখ।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০