হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় চলতি মাসের বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

প্রতিনিধি, ভালুকা, (ময়মনসিংহ)

ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে চলতি মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ওরিয়ন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা। আজ রোববার সকালে মিল গেটে বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিক সূত্রে জানা যায়, তাঁরা ওই কারখানায় নারী-পুরুষ মিলে প্রায় এক হাজার ৫০০ শ্রমিক কাজ করেন। চলতি মাসের অর্ধেক সময় তাঁরা কাজ করেছেন। তাই চলতি মাসের অর্ধেক বেতন দেওয়ার জন্য তাঁরা মিল কর্তৃপক্ষের কাছে দাবি করে গতকাল শনিবার বিকেলে মিল গেটে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে দাবির বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষ তাঁদের ছুটি দিয়ে দেন। 

আজ সকালে তাঁরা মিল গেটে গিয়ে কারখানার মূল ফটক তালাবদ্ধ দেখেন। এর সঙ্গে ২৬ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেওয়া হয়। এরপর তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে দাবির বিষয়ে আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ প্রত্যাহার করেন।

মিলের অ্যাডমিন ম্যানেজার ইসমাইল হোসেন জানান, শ্রমিকেরা চলতি মাসের ১৫ দিনের বেতন দাবি করেছিলেন। কিন্তু সরকারিভাবে সিদ্ধান্ত না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না। 

শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ এর এ এস পি কাজি সাইদুর রহামান জানান, ওরিয়ন নীট টেক্সটাইল মিলে শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে তাঁরা মিল গেটে গিয়ে শ্রমিকদের শান্ত করেন। মিল গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে