হোম > সারা দেশ > ময়মনসিংহ

৩ হাজার ফুট পতাকা বানিয়ে হইচই ফেলল আর্জেন্টিনার ভক্তরা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

কাতার বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। ইতিমধ্যে বিশ্বে শুরু হয়েছে উন্মাদনা। বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে বরাবরের মতো বাড়তি উন্মাদনা ছড়িয়ে পড়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। তেমনি এক কিলোমিটার লম্বা আর্জেন্টিনার পতাকা টানিয়ে হইচই ফেলে দিয়েছে নান্দাইলের আর্জেন্টিনা ভক্তরা। 

বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও বিশ্বকাপ আসর ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা নিজের পছন্দের সমর্থনকারী দলকে সমর্থন জানাতে তোড়জোড় শুরু করেছেন। কেউ নিজের বাড়ির আঙিনায়, গাছে, ছাদে পতাকা, ব্যানার ও ফেস্টুন করে টানিয়ে নিয়েছেন। নিজের পছন্দের দলের বড়সড় পতাকা বানাতে একধরনের প্রতিযোগিতা শুরু হয়। 

এবারও ফুটবল নিয়ে এমন একটি আবেগ আর উন্মাদনা দেখা দিয়েছে নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায়। নান্দাইল চৌরাস্তা বাজার থেকে নান্দাইল রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত এক কিলোমিটার রাস্তাজুড়ে বিশাল আকৃতির এক পতাকা টানানো হয়েছে। চৌরাস্তা অটো সংগঠনের উদ্যোগে আল-আমিন, আশিক ভূঁইয়া, এমদাদুল হক বাচন, হাফিজুল ইসলাম হাফিজ ও ফাহিম ভূঁইয়া এ পতাকা বানানোর কাজ করেছেন। 

নান্দাইল রোড বাজারের টেইলার্স আব্দুল মতিনের দোকানে ছয় দিন লেগেছে বিশাল ৩ হাজার ফুট লম্বা পতাকা সেলাই করতে। লেগেছে ১ হাজার ৫০০ গজ কাপড়। সব মিলে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। বিশাল পতাকাটি তৈরির পেছনে সার্বিক সহযোগিতা করেছেন নান্দাইল বাজারের ব্যবসায়ী মন্ডল অটো হাউজের মালিক ফরিদ উদ্দিন মন্ডল। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, নান্দাইল-তাড়াইল সড়কের নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইল রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তার দক্ষিণ পাশে পতাকা টানানো হয়েছে। বাঁশ এবং রাস্তার পাশে লাগানো গাছে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বিশাল আকৃতির পতাকা দেখে রাস্তা দিয়ে চলাচলকারী মানুষ নিজের মোবাইল ফোনে তা ধারণ করে নিচ্ছে। 

মো. রিয়াদ নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘এত বড় পতাকা নান্দাইলে আমার জানামতে কেউ এখনোও টানায়নি। আমি গতকাল শুনেছি পতাকা টানানো হয়েছে, তাই দেখতে এলাম। ভালো লাগছে বিশাল বড় পতাকা দেখে।’ 

পতাকা সেলাইকাজের কারিগর আব্দুল মতিন বলেন, ‘আমি এবং আমার স্ত্রী মিলে পতাকা সেলাই করেছি। আমার জীবনে এমন বড় পতাকা কখনো সেলাই করা হয়নি ৷ আর্জেন্টিনা দলকে ভালোবাসি। তাই আগ্রহ নিয়ে পতাকা সেলাই করেছি। পারিশ্রমিক যতই দেয় তা নেব, এটার মধ্যে কোনো চাহিদা নেই।’ 

পতাকা বানানোর উদ্যোক্তাদের মধ্যে আশিক ভূঁইয়া বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থন করি। ফেসবুকে, টিভিতে অনেক বড় বড় পতাকা বানানো দেখেছি। গত বিশ্বকাপ থেকে আমাদের পরিকল্পনা ছিল আমরাও বিশাল একটি পতাকা বানাব।’ 

আশিক ভূঁইয়া আরও বলেন, ‘এটি আর্জেন্টিনা দলের প্রতি আমাদের ভালোবাসা। তবে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিলে বাংলাদেশকে সমর্থন করতাম। এবার আমরা আশাবাদী আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে।’ 

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে