হোম > সারা দেশ > ময়মনসিংহ

জমি নিয়ে বিরোধে মারধরের শিকার অন্তঃসত্ত্বা নারী, মৃত সন্তান প্রসব

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে স্বামীকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আনোয়ারা বেগম নামে আট মাসের অন্তঃসত্ত্বা নারী। এ ঘটনায় গত শনিবার সন্ধ্যার দিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা ওই নারী মৃত সন্তান প্রসব করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আতারামপুর গ্রামে। 

জানা গেছে, আতরামপুর গ্রামের শহীদ মিয়ার সঙ্গে চাচাতো ভাই পাশের রামকৃষ্ণপুর গ্রামের রোকন মিয়ার দীর্ঘদিন সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধে ঈশ্বরগঞ্জের নান্দাইল আদালতে মামলা চলমান। গত বুধবার শহীদ মিয়ার জমি রোকন মিয়া জোরপূর্বক দখল করতে চান। তখন শহীদ ও তাঁর বড় ভাই রফিকের ছেলে শাহীন মিয়া বাধা দেন। এতে রোকনের লোকজন মারধর করে শহীদ ও শাহীনকে। 

শহীদের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনোয়ারা বেগম স্বামীকে বাঁচাতে এসে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন। এ সময় ব্যাপক রক্তপাত হলে তাঁকে নান্দাইল হাসপাতালে আনা হয়। পরে গতকাল শনিবার সন্ধ্যার দিকে মৃত বাচ্চা প্রসব করেন আনোয়ারা। 

মারধরের ঘটনায় গত শুক্রবার শহীদের বড় ভাই রফিক রোকনকে প্রধান করে ১৭ জনের নামে মামলা দায়ের করেন। 

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আকাঈদ বলেন, ‘মৃত বাচ্চা প্রসব হয়েছে সেটা জানি। তবে কিছু বলতে পারব না। সেটা আদালতের বিষয়।’ 

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ‘অভিযুক্তরা এলাকা ছেড়ে গেছেন। নবজাতকের মৃত্যুর ঘটনায় এখন মামলাটিতে নতুন ধারা সংযুক্ত হবে।’ 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন