হোম > সারা দেশ > ময়মনসিংহ

 ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

দুই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. তাজুল ইসলাম তাজু (৩৮) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, ৬টি মোবাইল, আগ্নেয়াস্ত্রের ৯টি বিভিন্ন অংশ এবং নগদ দেড় লাখ টাকা জব্দ করা হয়। 

গতকাল শনিবার রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃত মো. তাজুল ইসলাম তাজু নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। 

র‍্যাব কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে র‍্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসাইন জানান, অস্ত্র আইনে পৃথক দুটি মামলায় ১০ বছর এবং ৭ বছর সাজাপ্রাপ্ত এক আসামি দীর্ঘ এক বছর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. তাজুল ইসলাম তাজু শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা, সীমান্তে চোরাকারবারি, হত্যাচেষ্টা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে