দুই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. তাজুল ইসলাম তাজু (৩৮) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, ৬টি মোবাইল, আগ্নেয়াস্ত্রের ৯টি বিভিন্ন অংশ এবং নগদ দেড় লাখ টাকা জব্দ করা হয়।
গতকাল শনিবার রাতে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত মো. তাজুল ইসলাম তাজু নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাসিন্দা।
র্যাব কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসাইন জানান, অস্ত্র আইনে পৃথক দুটি মামলায় ১০ বছর এবং ৭ বছর সাজাপ্রাপ্ত এক আসামি দীর্ঘ এক বছর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. তাজুল ইসলাম তাজু শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা, সীমান্তে চোরাকারবারি, হত্যাচেষ্টা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।