হোম > সারা দেশ > সুনামগঞ্জ

নিসচার তথ্য: জুন মাসে সিলেটে ২৭টি সড়ক দুর্ঘটনা প্রাণহানি ৩০ 

সিলেট প্রতিনিধি

গেল মাসে (জুন) সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। মাসের শুরুতে সড়ক দুর্ঘটনার হার কিছুটা কম থাকলেও শেষের দিকে বেড়েছে। তবে ঈদুল আজহার সময় কোনো দুর্ঘটনা সংঘটিত হয়নি। 

আজ বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। 

এর আগে মে মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছিলেন। 

বিভাগীয় কমিটি সদস্যসচিব স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। সিলেটে ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে চারটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন। 

মৌলভীবাজারে তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও নয়জন আহত হয়েছেন। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন পত্রিকার তথ্য, দুইটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়। 

আরও উল্লেখ করা হয়, জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ছয়জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১৩ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী ও নয়জন পথচারী রয়েছেন। 

এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে দুজন ও মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। গাছ ও বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। জুন মাসে নিহত ৩০ জনের মধ্যে ২১ জন পুরুষ, ছয়জন মহিলা ও তিনজন শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শ্রীমঙ্গলে হিটার মেশিন বিস্ফোরণে নিহত ১

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র