গত ২৪ ঘণ্টায় ১৯৭টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা পজিটিভ এসেছে মৌলভীবাজারে। শনাক্তের হার ৪৬ দশমিক ২ শতাংশ।
মৌলভীবাজারের সিভিল সার্জন অফিস সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে রাজনগর উপজেলায় ২১, কুলাউড়া উপজেলায় ১০, বড়লেখায় ২৩, কমলগঞ্জ উপজেলায় ৬, শ্রীমঙ্গল উপজেলায় ৯, জুড়ী উপজেলা ১৯ জন করে রয়েছেন। এ ছাড়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছেন তিনজন
জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৯৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৮১, মোট সুস্থ ২ হাজার ৯৫২ জন। মোট মারা গেছেন ৪২ জন।
আজ থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল স্বাভাবিক। এর আগে চলমান লকডাউনে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনী সর্বাত্মক মাঠে অভিযান পরিচালনা করেছে।