মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়ন এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইসলামপুর ইউনিয়নের টিলা বাজারের জন্য নতুন ভবন নির্মাণকাজ চলছিল। এ নির্মাণকাজ তদারকি করছিলেন উপজেলার পশ্চিম ভাগ এলাকার পারভেজ মিয়া। ওই ভবনের পাশের ডালুয়া ছড়া থেকে পাম্প দিয়ে ভবনে পানি দেওয়া হতো। রোববার সকালে এলাকাবাসী ডালুয়া ছড়ায় পানির পাম্পের পাশে যুবককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলেমান মিয়া পুলিশকে জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।