হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী জহির মিয়া (২৮) নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের সঙ্গে থাকা অপর প্রকৌশলী মাসুদ রানা (২৪) আহত হন। 

নিহত জহির মিয়া মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়ার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর প্রাইভেট কারে থাকা জহির আহমেদকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মৃণাল কান্তি সিনহা তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আহত অপর উপসহকারী প্রকৌশলী মাসুদ রানাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জহিরের সহকর্মীরা বলেন, মাত্র ছয় মাস আগে জহির বিয়ে করেছিলেন। অল্প বয়সে এই মৃত্যু মর্মান্তিক ঘটনা। 

চিকিৎসক ডা. মৃণাল কান্তি সিনহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দেখে মনে হয়েছে প্রকৌশলী জহির ঘটনাস্থলেই মারা গেছেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। 

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা