মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগেরটেকি এলাকার রেললাইন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।
নিহত পারুল বেগম (৩৮) উপজেলার চৌধুরীবাজার এলাকার মো. ফারুক মিয়ার স্ত্রী।
স্থানীয়দের বরাতে শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হেমায়েত হোসেন বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুরে দিকে বাগেরটেকি এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে ঝাঁপ দেন পারুল বেগম। এতে তাঁর দুই হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই পারুলের মৃত্যু হয়।
তিনি বলেন, পারিবারিক কলহের কারণে পারুল বেগম ট্রেনের নিচে ঝাঁপ দিতে পারেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।