হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে চা–শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি

কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে অর্জুন মহালী (২৭) নামের এক চা–শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা–বাগানের কবরস্থান এলাকায় একটি আমগাছ থেকে ওই ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

অর্জুন পাত্রখোলা চা-বাগানের মসজিদ লাইনের গোপাল মহালীর ছেলে। গরু চরাতে আসা রাখালেরা এ লাশটি দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষজন এসে জড়ো হয়।

নিহত মহলীর চাচাতো ভাই জাফর মহালী জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে অর্জুনকে পাওয়া যাচ্ছিল না। গতকাল শুক্রবার লোকমুখে খবর শুনে এসে দেখেন এটি তার চাচাতো ভাইয়ের লাশ। তিনি খুব সহজ-সরল প্রকৃতির ছিলেন। তাঁদের ধারণা, কেউ তাঁকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। তাঁর হাতে রক্তের দাগও পাওয়া গেছে। এদিকে গাছের সঙ্গে লাশ ঝুলে থাকতে দেখে চা-শ্রমিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। 

পাত্রখোলা চা–বাগানের ব্যবস্থাপক শামসুল ইসলাম সেলিম জানান, চা–শ্রমিকদের কাছ থেকে লাশের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন এভাবে গাছের সঙ্গে লাশ ঝুলে আছে। তিনি পুলিশকে জানালে কমলগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত