হোম > সারা দেশ > মৌলভীবাজার

তীব্র গরমে বেঁকে গেল রেললাইন, ২০ মিনিট আটকে থাকল ট্রেন

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র গরমে রেললাইন বেঁকে যাওয়ায় আটকা পড়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেন। রেলপথ ও ট্রেনের কর্মচারীরা রেললাইনে পানি, বালু ও কাঁদা ফেলে রেললাইন স্বাভাবিক করে। আজ রোববার শমশেরনগর-মনু রেল স্টেশনের মধ্যবর্তী রেলগেট এলাকায় ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১৪ মিনিট পর্যন্ত ট্রেনটি আটকা পড়ে। 

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, তীব্র রোদ ও গরমের রেললাইন বাঁকা হয়ে পড়ে। শমশেরনগর বিমানবাহিনী ইউনিটের রেলগেট এলাকায় যাওয়ার পর সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেন গতি হ্রাস পায়। পর্যায়ে ট্রেন আটকা পড়ে। এ সময়ে ট্রেনের কর্মচারী নেমে ও খবর পেয়ে রেলপথ রক্ষণাবেক্ষণকারী শ্রমিকেরা সেখানে গিয়ে প্রায় ২০ মিনিট ধরে পানি, বালু ও কাঁদা রেললাইনে ছিটিয়ে দেন। পরে লাইন ঠান্ডা হওয়ার পর ৩টা ১৪ মিনিটে ট্রেন ছেড়ে যায়। 

এদিকে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মৌলভীবাজারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। 

রেলপথ রক্ষণাবেক্ষণকারী মিস্ত্রি রিপন মিয়া বলেন, ‘গরমে হিট হয়ে রেল লাইন আঁকা-বাঁকা হয়ে যায়। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে ছড়া থেকে পানি, বালু ও কাঁদা ছিটিয়ে দিই। পরে রেললাইন ঠান্ডা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’ 

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব বলেন, সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে থাকলে অনেক সময় রেলপথ বাকলিং হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত গরমের কারণে রেলগেট এলাকায়ও রেলপথের কিছু লাইন বাকলিং হওয়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা