হোম > সারা দেশ > মৌলভীবাজার

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্রোতে তলিয়ে নিখোঁজ তরুণ

মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রাজনগর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

আজ শুক্রবার সকালে রাজনগর ফায়ার স্টেশনে জানালে সিলেট থেকে ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

নিখোঁজ তরুণে নাম সাদিক হোসেন হৃদয় (১৯)। তিনি রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের সোনাহর মিয়ার ছেলে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বিকেলে বন্যার পানিতে মাছ শিকার করতে সোনাহর মিয়া তাঁর ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকানের কাছে মাছ ধরতে যান। মধ্যরাত পর্যন্ত মাছ ধরার জন্য সেখানে অবস্থান করেন। একপর্যায়ে রাত ১টার দিকে হৃদয় বন্যার পানিতে জাল ছুড়লে জালের টানে পানিতে ভেসে যান। পরে তাঁর বাবা উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু পানির তীব্র স্রোত তলিয়ে যান। 

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, ‘নিখোঁজের সংবাদ শুনে সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে ঘটনাস্থলে এসে তল্লাশি করেছে। কিন্তু পানিতে প্রবল স্রোত থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা চারদিকে তল্লাশি অব্যাহত রেখেছি।’

শ্রীমঙ্গলে হিটার মেশিন বিস্ফোরণে নিহত ১

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র