হোম > সারা দেশ > মেহেরপুর

মুজিবনগর সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি

মুজিবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক রহমান শাহ (৩৫) নামের বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে ওই ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মুজিবনগর থানায় মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার দুপুরে ওই আসামিকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

রহমান শাহ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কালিয়া বকরি গ্রামের আব্দুর রশিদের ছেলে। 

গতকাল বৃহস্পতিবার বেলা ২টার সময় আটক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর নামে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা করেন বিজিবি ব্যাটালিয়ন, মুজিবনগর বিওপি হাবিলদার আব্দুল মান্নান। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৫টার দিকে রহমান শাহ মুজিবনগর থানার সোনাপুর সাকিনস্থ মেইন পিলার ১০৬ / ৪ এস সীমানা পেরিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ তাঁকে আটক করে। পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে এ তথ্য জানানো হয় এবং মেইন পিলার ২০৬ / ৪ এস সীমান্ত এলাকায় দুই বাহিনীর সৌজন্য সাক্ষাতের মাধ্যমে রহমান শাহকে ফিরিয়ে দেওয়া হয়। পরে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩-এর ১১ (১) (গ) ধারায় মুজিবনগর থানায় মামলা দায়ের করে বিজিবি। 

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশিকে ফেরত এনে মামলা দিয়ে মুজিবনগর থানায় হস্তান্তর করছে বিজিবি। আজকে দুপুরে ওই আসামিকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে। 

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট