হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে আ.লীগ নেতার বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

উদ্ধার হওয়া বোমা সাদৃশ্য বস্তু। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে থেকে বোমা সাদৃশ্য বস্তু ও একটি হুমকির চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বামন্দী ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বামন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশীদের বাড়ির প্রবেশপথে একটি লাল স্কচটেপ মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু ও হাতে লেখা একটি চিরকুট পাওয়া যায়।

চিরকুটে লেখা ছিল, ‘রশীদ তোর বলেছিলাম তোর ছেলে স্কুলে যেন না যায়? তোর ছেলে বাইরে বের হলে এখন রেখে গেলাম, এরপর উড়িয়ে দেব।’

স্থানীয় বাসিন্দারা জানান, বোমা সদৃশ বস্তু ও চিরকুটের খবর শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আব্দুর রশীদ বলেন, ‘সকালে বাড়ির দরজার সামনে বোমা সাদৃশ্য একটি বস্তু ও চিরকুট পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়। আমরা পরিবারের সবাই আতঙ্কে আছি।’

বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মহিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘বামন্দী ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট