হোম > সারা দেশ > মেহেরপুর

প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, তাঁরাও সম্পদ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘প্রতিবন্ধীদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কাজ করছে সরকার। কারণ, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, তাঁরাও সম্পদ। সেই সম্পদকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

আজ শুক্রবার দুপুরে শহরের হঠাৎপাড়া মাঠে মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের নতুন ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার প্রতিবন্ধীদের নানা সুযোগ-সুবিধা দেওয়া ব্যবস্থা করেছে। দেশের প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে তৈরি করা হচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয়। যাতে সেখান থেকে একাডেমিক শিক্ষা লাভ করে কর্ম জীবনে প্রবেশ করতে পারেন তাঁরা।’

তিনি আরও বলেন, ‘শহরের মধ্যে সবচেয়ে দামি জমিটি প্রতিবন্ধীদের জন্য নাম মাত্র মূল্যে বরাদ্দ দিয়েছে সরকার। এখানে এক বিঘা জমি নেওয়া হয়েছে। যেখানে ৮ প্রকারের প্রতিবন্ধীরা পড়া-লেখা করার সুযোগ পাবেন। দেশের প্রতিটি প্রতিবন্ধী বিদ্যালয় সরকারিকরণের কথা ভাবছে সরকার।’

প্রতিবন্ধী স্কুলের সভাপতি ও মন্ত্রী পত্নী সৈয়দা মোনালিছা ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার সভানেত্রী শামীময়ারা হীরা। পরে প্রতিবন্ধী শিশুদের নিত্য ও গান পরিবেশন করা হয়।

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট