হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে গোলাম কিবরিয়া (৫৭) ও রিনা খাতুন (৪৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী। আজ সোমবার বিকেলে গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে একটি বৈদ্যুতিক মিটারের কাছাকাছি সাইকেল আনতে গিয়ে বিদ্যুতায়িত হন কিবরিয়া। তাঁকে রক্ষা করতে ছুটে গেলে স্ত্রী রিনা খাতুনও বিদ্যুতায়িত হন। এতে দুজনেই গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

গোলাম কিবরিয়া ও রিনা খাতুনের মেয়ে কনিকা খাতুন বলেন, ‘আমার মা-বাবা—দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বিষয়টি বুঝতে পেরে পাশের বাড়ির লোকজনকে ডাকাডাকি শুরু করি। স্থানীয়রা এসে দুজনকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারুক হোসেন বলেন, স্বামী-স্ত্রী—দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল জানান, বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী—দুজনে মারা গেছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লাঠিখেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

গাংনীতে মাদকসহ দুই যুবক আটক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

গাংনীতে ভূমিকম্প অনুভূত, আতঙ্কে রাস্তায় নামেন স্থানীয়রা

ক্রেতা সেজে র‍্যাবের অভিযান, ৩টি তক্ষকসহ গ্রেপ্তার ১

প্রধান শিক্ষক ও ছাত্রীর অশ্লীল ভিডিও ভাইরাল, গাংনীতে তোলপাড়

গাংনী সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ