হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে জাব্বারুল ইসলাম (৩০) নামের একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। তবে আসামি পলাতক থাকায় রায়ের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না।

আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রাফিজুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। 

মামলার বিবরণে জানা যায়, সাহারবাটি গ্রামের এক বিবাহিত নারীকে প্রায়ই মোবাইল ফোনে কল দিয়ে জ্বালাতন করতেন ওই গ্রামের জাব্বারুল ইসলাম। ঘটনার এক মাস আগে তাঁর স্বামীর বাড়ি থেকে তিনি বাবার বাড়িতে আসেন। দুজনের বাড়ি ছিল পাশাপাশি। জাব্বারুলের মোবাইল ফোনে ওই নারীর আপত্তিকর ভিডিও আছে বলে জানানো হয়। সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। 

পরবর্তীতে তাঁর সঙ্গে যোগাযোগ করলে ওই ছবি ডিলিট করে দেবে বলে জানায়। কথা মোতাবেক ২০২০ সালের ৬ জুলাই জাব্বারুলের সঙ্গে দেখা করার সম্মতি জানান ওই নারী। এ দিন বেলা ১১টার দিকে ভাটপাড়ার ব্রিজের কাছে পৌঁছালে আসামি তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে একটি বাড়িতে নিয়ে যায়। এ সময় তাঁকে ধর্ষণচেষ্টা করে জাব্বারুল। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে। সেখান থেকে পালিয়ে যায় আসামি। এরপর ওই বছরের ২৪ জুলাই বাদী হয়ে জাব্বারুলকে আসামি করে গাংনী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন ওই নারী। 

আদালতে ১১ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ. কে. এম আছাদুজ্জামান। 

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লাঠিখেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

গাংনীতে মাদকসহ দুই যুবক আটক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার