মেহেরপুরে পানিতে ডুবে মাহি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে আমঝুপি গ্রামের কাজলা নদীতে তার মৃত্যু হয়।
নিহত শিশু সদর উপজেলার আমঝুপি গ্রামের পশ্চিমপাড়ার মনিরুল ইসলাম মঞ্জুর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মাহি ও তার খালাতো বোন রিয়া সদর উপজেলার আমঝুপি গ্রামের কাজলা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে মাহি পানিতে ডুব দিলে নদীতে মাছ ধরার জালের নিচে আটকা পড়ে। সেখান থেকে তার আর ওঠা সম্ভব হয়নি। মাহিকে দেখতে না পেয়ে তার খালাতো বোন রিয়ার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। পরে স্থানীয়রা নদীর পানিতে নেমে জালে আটকে থাকা অবস্থায় মাহিকে উদ্ধার করেন। উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতাল থেকে নিহতের পরিবারের কাছে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’