হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে কিরন আহমেদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার কাজিপুর গ্রামের বর্ডার পাড়ায় নিজের বাড়িতে তাকে সাপে কামড়ায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিরন আহমেদ উপজেলার কাজিপুর বর্ডার পাড়ার মো. রহিদুল ইসলামের ছেলে।

কাজিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, গতকাল রাতে শিশু কিরন আহমেদ ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ৮টার দিকে তাকে সাপে কাটে। তবে কী সাপে কেটেছে তা কেউ দেখতে পাইনি। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে রাত ১২টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক আহমেদ বলেন, পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিল। তাকে সাপে কেটেছিল আনুমানিক রাত আটটার দিকে আর হাসপাতালে নিয়ে এসেছিল রাত ১টার দিকে। তারা হাসপাতালে আনতে অনেক দেরি করে ফেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ‘বিষয়টি আমাদের কেউ জানায়নি। বিষয়গুলো আমাদের জানানো উচিত। তাই সকলের সহযোগিতা কামনা করছি।’

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লাঠিখেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

গাংনীতে মাদকসহ দুই যুবক আটক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

গাংনীতে ভূমিকম্প অনুভূত, আতঙ্কে রাস্তায় নামেন স্থানীয়রা