হোম > সারা দেশ > মেহেরপুর

ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

মেহেরপুরের গাংনীতে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খায়রুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার তেরাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ওই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন।

আহত খায়রুল ইসলাম উপজেলার তেরাইল গ্রামের মৃত বিচার উদ্দিনের ছেলে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে খায়রুল ইসলামের ওপর হামলা চালান সানোয়ার হোসেনসহ (৩৩) কয়েকজন। একপর্যায়ে খাইরুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এরপর হাতেনাতে ধরে ফেলেন সানোয়ার হোসেনকে। তবে অন্যরা পালিয়ে যান। পরে এলাকাবাসী তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন। সানোয়ার হোসেন বরগুনার তালতলী উপজেলার কড়ুইবাড়িয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।

স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন বলেন, ‘রাতে শুয়ে ছিলাম, এ সময় চিৎকার–চেঁচামেচি শুনে ছুটে যাই। গিয়ে দেখি এলাকাবাসী ছিনতাইকারীকে পিটুনি দিয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আর আহত খাইরুল ইসলামকে হাসপাতালে নিয়ে যায়।’

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই বামন্দী ক্যাম্প পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সানোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর নামে ছিনতাইয়ের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট