হোম > সারা দেশ > মেহেরপুর

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু তালহা (৪) উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, তালহা তার মায়ের সঙ্গে নানা বাড়ি এলাঙ্গীতে বাস করে আসছে। আজ পুকুর পাড়ে খেলার সময় অসাবধানতাবসত পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু তালহার মা নুপুর খাতুন বলেন, ‘দুপুরের দিকে বাড়িতে রান্না করছিলাম। এ সময় আমার ছেলে তালহা বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। তার বাড়ি আসতে দেরি হওয়ায় খুঁজতে গিয়ে দেখি বাড়ির পাশের একটি পুকুরে ভাসছে। প্রতিবেশীদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জাহিদ হোসেন জানান, তালহাকে হাসপাতালে নেওয়ার পূর্বে মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল জানান, পানিতে ডুবে তালহার মৃত্যুর ঘটনায় ইউডি (অপমৃত্য) মামলা হবে।

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লাঠিখেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

গাংনীতে মাদকসহ দুই যুবক আটক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার