হোম > সারা দেশ > মেহেরপুর

অতিরিক্ত গরমে অতিষ্ঠ মেহেরপুরের মানুষ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরে গাংনীতে মাঝারি তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন। অতিরিক্ত গরমে কাজ করতে গিয়ে নাভিশ্বাস নিম্ন আয়ের মানুষদের। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সীরা স্বস্তি পেতে ঠান্ডা পানিতে শরীর জিইয়ে নিচ্ছে। কেউবা তৃষ্ণা মেটাচ্ছেন শরবত বা ডাব পানিতে। এদিকে অতিরিক্ত গরমে পশু-পাখিরাও ধুঁকছে। 

ভ্যান চালক মো. আমজাদ হোসেন বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে ভ্যান চালাতে খুব কষ্ট হচ্ছে। রোদের কারণে বাইরে মানুষও কম বের হচ্ছে। প্রচণ্ড রোদের কারণে ভ্যান চালানো যাচ্ছে না বেশিক্ষণ। অভাবের সংসার তারপরও বের হতে হচ্ছে।’ 

করমদী গ্রামের দিনমজুর সুজন আলী বলেন, ‘এই গরমে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। অভাবের সংসারে কাজ না করলে খেতে দেবে কে? একদিন কাজ না করলে সংসার চালানো দায় তাই কাজে যেতে হচ্ছে।’ 

দেবীপুর গ্রামের শরবত খেতে আসা রাব্বি আহমেদ বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে খুব কষ্ট হচ্ছে। তাই রাস্তার পাশে শরবত বিক্রি করতে দেখে তৃষ্ণা মেটানোর জন্য ঠান্ডা শরবত খাচ্ছি।’ 

তিনি আরও বলেন, তীব্র গরমে শুধু মানুষেরই কষ্ট হচ্ছে না পশু পাখির ও কষ্ট হচ্ছে।  ‘প্রচণ্ড গরমের কারণে তৃষ্ণা মেটানোর জন্য লোকজন শরবত খেতে আসছে। রোদ গরম পড়লে আমাদের ব্যবসা ভালো হয়।’ বলেন, শরবত ব্যবসায়ী মো. শামীম ইসলাম। 

উপজেলার ভরাটের মাঠে গোসল করতে আসা নাঈম আহমেদ বলেন, যে রোদ গরম পড়ছে শরীর শুকিয়ে যাচ্ছে। ভরাট ব্যাড়ের মাঠে মোটরের ডিপের পানি অত্যন্ত ঠান্ডা তাই সেখানে গোসল করতে এসেছি।’ 

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, গাংনীতে আজ দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে। আর ধান, আম, লিচুসহ যেসব ফসল রয়েছে সেগুলোতে পর্যাপ্ত পানি দিয়ে রাখলে কোনো ক্ষতি হবে না। তাই চাষিদের সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লাঠিখেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

গাংনীতে মাদকসহ দুই যুবক আটক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

গাংনীতে ভূমিকম্প অনুভূত, আতঙ্কে রাস্তায় নামেন স্থানীয়রা

ক্রেতা সেজে র‍্যাবের অভিযান, ৩টি তক্ষকসহ গ্রেপ্তার ১

প্রধান শিক্ষক ও ছাত্রীর অশ্লীল ভিডিও ভাইরাল, গাংনীতে তোলপাড়