হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে বর্তমান এমপিসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার 

মেহেরপুর প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুরে এমপি সাহিদুজ্জামানসহ পাঁচজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে মেহেরপুর-১ আসনে শুধুমাত্র জাকের পার্টির প্রার্থী এবং মেহেরপুর-২ আসনে জাকের পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও আওয়ামী লীগের দুজন স্বতন্ত্র প্রার্থী। 

তারা হলেন, মেহেরপুর–১ আসনে জাকের পার্টি প্রার্থী সাইদুল আলম শাহীন, মেহেরপুর–২ আসনে সামসুদ্দোহা সোহেল, স্বতন্ত্র প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মো. সাহিদুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল। 

আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা (প্রার্থীরা) মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে, মেহেরপুর–১ আসনে সাতজন এবং মেহেরপুর–২ আসনে আটজন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। 

সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় সভানেত্রীর প্রতি সম্মান রেখে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এখন দলীয় সিদ্ধান্তে কাজ করব। তবে সভানেত্রী বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে। আমি সেই কাজটিই করব। এখানে দলীয় ও স্বতন্ত্র বলে কোন কথা নেয়।’

গাংনীতে এবার খেজুরের রস বেশি পাওয়ায় খুশি গাছিরা

গাংনীতে একানী চাষে লাভের আশা করছেন ব্যাংক কর্মকর্তা ইসতিয়াক

‘তোদের দুনিয়া ছারা করব, তৈরি থাকিস’—মেহেরপুরে বিএনপি নেতা-কর্মীদের হুমকি

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম