হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে বোমা সদৃশ্য বস্তু রেখে চাঁদা দাবি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরে বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে ইসারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির খামারের সামনে থেকে বোমা সদৃশ্য দুইটি বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার হিজলবাড়ীয়া গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়।

স্থানীয় জানান, ইসারুল ইসলাম উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। তার বাড়ির পাশে গরুর খামারের সামনে শপিং ব্যাগের মধ্যে বোমা সদৃশ্য বস্তু দেখতে পান পথচারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় গাংনী থানা–পুলিশের একটি দল।

এ সময় পুলিশ লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দুটি বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে। পরে বোমা সাদৃশ্য বস্তুটি পানি ও বালু ভর্তি একটি পাত্রে রেখে থানা হেফাজতে নেওয়া হয়। ব্যাগের মধ্যে থাকা চিরকুটে লেখা ছিল ৩ লাখ টাকা চাঁদা না দিলে বাড়িঘর থাকবে না। টাকা না দিলে তোকে মেরে ফেলা হবে।’

ভুক্তভোগী ইসারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলাম। বছরখানেক আগে বাড়ি ফিরে একটি গরুর খামার করেছি। কারা বোমা ও ঠিকানাবিহীন একটি চিরকুট রেখে চাঁদা দাবি করছে তা আমি জানি না। এতে আমি এবং আমার পরিবারের সবাইকে নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।’

জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।’

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট