হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীর ৩ ওয়ার্ডের উপনির্বাচনের তফসিল ঘোষণা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরে গাংনী উপজেলার দুই ইউনিয়নের তিন ওয়ার্ডের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ মার্চ তিন ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৯ মার্চ সাহারবাটি ইউনিয়নের ২ ও ৩ এবং ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর সাধারণ ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাতিল হলে আপিল ১৬-১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। 

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা। মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ এক পত্রে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ও তফসিল ঘোষণা করেছেন।

 ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম গত বছরের আগস্ট মাসে ও ৩ সম্বর ওয়ার্ডের সদস্য মো. সাবান আলী গত বছরের অক্টোবর মাসে মারা যান।

এ ছাড়াও ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইদ্রিস আলীর মারা যান চলতি মাসে। তাঁদের মৃত্যুর কারণে তিনটি ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

গাংনীতে এবার খেজুরের রস বেশি পাওয়ায় খুশি গাছিরা

গাংনীতে একানী চাষে লাভের আশা করছেন ব্যাংক কর্মকর্তা ইসতিয়াক

‘তোদের দুনিয়া ছারা করব, তৈরি থাকিস’—মেহেরপুরে বিএনপি নেতা-কর্মীদের হুমকি

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম