মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ্দাম হোসেন আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় জিয়াউর রহমান নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ্দাম হোসেন বলেন, ফসলি জমি নষ্ট করে মাটি কাটা ও বালু উত্তোলন করা হলে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো রকম ফসলি জমি নষ্ট করা যাবে না। যারা মাটি বা বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ ও কৃষিকাজ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।